শ্যামপুরে ভাইকে খুনের অভিযোগ দাদা ও বৌদির বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- দীর্ঘদিনের পাওনা টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ। আর সেই বিবাদেরর জেরে ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দাদা ও বৌদির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শ্যামপুরের শশাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শেখ শরিফুল (৩০)। ঘটনায় মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে শেখ আসাদুল ও তার স্ত্রী আসপিয়াসা বেগমের নামে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত পলাতক। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে শেখ শরিফুল দাদা আসাদুলের কাছ থেকে কয়েক লক্ষ টাকা পেত। যদিও আসাদুল সেই টাকা দিচ্ছিলনা। অভিযোগ এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছিল। অভিযোগ শনিবার ভোরে শরিফুল বাড়ির পাশের মাঠে প্রাতঃকৃত্যের জন্য বাইরে বের হলে আসাদুল ও তার স্ত্রী আসপিয়াসা বাঁশ নিয়ে শরিফুলের উপর আক্রমন করে। শরিফুল পালানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে দুজনের বিরুদ্ধে।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে উলুবেড়িয়া মেডিকের কলেজে নিয়ে আসে। পরে স্থানানতরিত করে। পরে শরিফুলকে কলকাতায় স্থানানতরিত করার পথে তার মৃত্যু হয়। এদিকে স্বামীর মৃত্যুতে আভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন মৃত শরিফুলের স্ত্রী রোজিনা বেগম। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।