কুলিয়া সেতুর কাজের সূচনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- দু বছর আগে হাওড়ার দীপাঞ্চলের সঙ্গে মূল ভূখন্ডের যোগাযোগের জন্য কুলিয়া সেতু তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রতিশ্রুতি মত শনিবার থেকে কুলিয়া সেতুর কাজের সূচনা হল। তবে সেতু তৈরীর সময়সীমা দুই বছর নয়, আগামী দেড় বছরের মধ্যে কুলিয়া সেতুর কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়। শনিবার আমতার জয়পুরে কুলিয়া সেতুর কাজের সূচনা করতে এসে এই কথা বলেন মন্ত্রী পুলক রায়। এদিন মুন্ডেশ্বরী নদীর উপরে ১৫০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া কুলিয়া সেতুর কাজের সূচনা করেন মন্ত্রী পুলক রায়। প্রসঙ্গত গত ৯ ফেব্রয়ারি পাঁচলার পরিষেবা প্রদান মঞ্চ থেকে এই সেতুর শিল্যান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

এদিন মন্ত্রী বলেন সেতুটি নির্মাণ করতে ২৬ কোটি টাকার বেশী খরচ হবে। পাশাপাশি জমি অধিগ্রহনের জন্য ৩ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন মন্ত্রী পুলক রায় বলেন দীপাঞ্চলের বাসিন্দাদের সুবিধার্থে রুপনারায়ণ নদীর চর কাটার পাশাপাশি নদী ভাঙন রোধে একাধিক পরিকল্পনা গ্রহন করেছে রাজ্য সরকার। দীপাঞ্চলকে শুধু মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগ করা নয় পাশাপাশি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কুলিয়ায় একটি আধুনিক মানের বাসষ্ঠান্ড করার আশ্বাস দেন মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী বলেন বাকসী থেকে কুলিয়া পর্যন্ত বর্তমান রাস্তাটি ৩.৭৫ মিটার থেকে বাড়িয়ে ৫.৫৫ মিটার করাহবে। এবং দপ্তরের ইঞ্জিনিয়ারদের বিষয়টি দেখে রিপোর্ট দিতে বলেন। ৩৪ বছর বাম রাজত্বকালে একজন মন্ত্রীর হাত দিয়ে সেতুর শিল্যান্যাস করা হলেও কেন সেতু তৈরী হয়নি সেই নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী পুলক রায়।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সাজদা আহমেদ, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি ।জয় ভট্টাচার্য্য, বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *