সোনার মেয়ে শ্যামপুরের প্রিয়াঞ্জনা জানা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ২টি সোনার ও ১ টি রুপোর পদক জয় করে বাড়ি ফিরল শ্যামপুরের আমড়দহ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নাওদা প্রিয়াঞ্জনা জানা। শুক্রবার বিকেলে বাড়ি ফিরেছে নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রিয়াঞ্জনা। জানা গেছে গত ২৭ শে এবং ২৮ শে মার্চ থাইল্যান্ডের ব্যাংককে ৮ম আর্ন্তজাতিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল। প্রতিযোগিতায় ভারত ছাড়াও ৭টি দেশের প্রতিযোগীরা ৮টি ক্যটাগরিতে অংশ নিয়েছিল। ভারতের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে প্রিয়াঞ্জনা জানা অংশ নিযেছিল। প্রতিযোগীতায় ১০ থেকে ১৫ বছরের ক্যাটাগরিতে সাবজুনিয়র বিভাগে অংশ নিয়েছিল সে। প্রতিযোগীতায় ট্র্যিডিশনাল ও রিদিমিক বিভাগে প্রিয়ঞ্জনা ২টি সোনার এবং আর্টিস্টিক বিভাগে ১টি রুপোর পদক জয় করে প্রিয়াঞ্জনা।

জানা গেছে মাত্র ৩ বছর বয়সে যোগাসন শেখা শুরু প্রিয়ঞ্জনার। পরবর্তী সময়ে যোগাসনের পাশাপাশি নৃত্য শিক্ষিকার কাছে নৃত্য শেখা শুরু করে প্রিয়াঞ্জনা। বছর ৩ আগে প্রিয়াঞ্জনা উলুবেড়িয়ার বাগ বডি বিল্ডিং সেন্টারে ভর্তি হয়। এখানেই প্রশিক্ষক প্রদীপ দেঁড়ের কাছে তার যোগাসন শেখা শুরু। প্রিয়াঞ্জনার বাবা বিদ্যুৎ দপ্তরের মিটার রিডিং এর ঠিকা শ্রমিক। পরিবারে সেভাবে আর্থিক স্বচ্ছলতা না থাকায় অনেক কষ্ট করেই পরিবারের সদস্যদের উৎসাহে উলুবেড়িয়ার সেন্টারে যোগাসন শেখার জন্য ভর্তি হয় প্রিয়াঞ্জনা। ভবিষতে আরোও প্রতিযোগীতায় নামার ইচ্ছে থাকলেও পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা তাকে যথেষ্ট ভাবাচ্ছে বলে জানায় প্রিয়াঞ্জনা। শুক্রবার বিকেলে নিজের বিদ্যালয় থেকে প্রিয়ঞ্জনাকে সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *