শনিবার কুলিয়া সেতুর নির্মাণকাজ শুরু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- গত মাসেই পাঁচলার সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে হাওড়া জেলার দীপাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য কুলিয়া সেতুর শিল্যান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শিল্যান্যাসের দেড় মাসের মধ্যেই কুলিয়া সেতুর কাজ শুরু হতে যাচ্ছে। সূত্রের খবর আগামী শনিবার সেতু নির্মাণের কাজের সূচনা করবেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। প্রশাসন সূত্রে খবর মুন্ডেশ্বরী নদীর উপর ১৬৫ মিটার লম্বা সেতুটি তৈরি করতে ব্যায় হবে ২৬ কোটি টাকার বেশি। সেতু নির্মাণের পাশাপাশি সেতুর দুইদিকে ৪৬৫ মিটার এ্যাপ্রোচ রোড ও নির্মাণ করা হবে।
হাওড়া জেলার দীপাঞ্চল ভাটোরা ঘোড়াবেড়িয়া চিৎনান এলাকায় প্রায় ৬০ হাজার লোকের বসবাস। বাম আমলে মূল ভূখণ্ডের সঙ্গে দীপাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ছিল নৌকা। এলাকার মানুষের দূর্ভোগ কমাতে সেই সময় নদীর উপর একটি ঢালাই সেতু তৈরির পরিকল্পনা হয়। সেইমত তিনবার শিল্যান্যাস হলেও সেতু অধরা থেকে যায়। পরবর্তী সময় ২০১১ সালে মানুষের যাতায়াতের সুবিধার্থে নদীর উপর ৫৪০ ফুটের একটি বাঁশের সেতু নির্মাণ হয়। আর এরপর দীর্ঘ ১২ বছর পর অবশেষে কুলিয়া সেতুর নির্মাণকাজ শুরু হতে চলেছে।