শ্যামপুরে নদীপথে প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- নদী থেকে সাদা বালি তুলতে দেওয়ার দাবিতে মঙ্গলবার নদীপথে নৌকায় অভিনব প্রতিবাদে সামিল হল নৌকাজীবিরা। তাদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তোলার সময় পুলিস প্রশাসন তাদের নানাভাবে হেনস্থা করছে। আর পুলিস প্রশাসনের এই হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ নৌকাজীবি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নদীবক্ষে নৌকায় অভিনব প্রতিবাদ মিছিল করা হয়। এদিন সকালে রূপনারায়ণ ও হুগলী নদীর সংযোগস্থল শ্যামপুরের গাদিয়াড়া থেকে নদীপথে মিছিল শুরু হয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়ে শেষ হয়।
আন্দোলন প্রসঙ্গে ইউনিয়নের সাধারন সম্পাদক উত্তম রায়চৌধুরী জানান নৌকাজীবিরা মাঝ নদী থেকে সাদা বালি তুলে জীবিকা নির্বাহ করে। যদিও মাঝে মধ্যেই এইসব নৌকাজীবীদের পুলিস গ্রেপ্তার করার পাশাপাশি বিভিন্ন ধারায় মামলা রুজু করছে। ফরে চরম সমস্যায় পড়েছে এইসব নৌকাজীবির পরিবার। অবিলম্বে নদী থেকে সাদা বালি তোলার অনুমতি দেওয়া নৌকাজীবিদের বিকল্প কর্ম সংস্থানের দাবি জানান উত্তম রায়চৌধুরী।