পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে উলুবেড়িয়ায় কাজের সূচনা করলেন মন্ত্রী পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে উলুবেড়িয়ায় রাস্তার কাজের মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলার ২৭২ টি রাস্তার কাজের সূচনা হল। যার দৈর্ঘ্য ২৬৫.৭৯ কিলোমিটার। রাস্তাগুলি তৈরি করতে ব্যয় হবে ৯০ কোটি টাকা। প্রশাসন সূত্রে খবর হাওড়া জেলায় মোট রাস্তা হবে ৩৪৭ টি। যার দৈর্ঘ ৩৫২ কিলোমিটার। এদিন উলুবেড়িয়া ১ নং ব্লকের ভেটপোতা এলাকায় প্রকল্পের কাজের সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে সহ অন্যান্যরা।
প্রশাসন সূত্রে খবর এদিন ভেটপোতা থেকে ছোট আমশা পর্যন্ত ১.৭৫ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী পুলক রায়। রাস্তাটি তৈরি করতে ব্যয় হবে ৮৭ লক্ষ টাকার বেশি। রাস্তাটি তৈরি হয়ে গেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধুলোসিমলা,তপনা ও বহিরা গ্রাম পঞ্চায়েতের ১০ আজাদের বেশি মানুষ উপকৃত হবে। এদিন রাস্তার কাজের সূচনা করে মন্ত্রী পুলক রায় বলেন আজ যে রাস্তা গুলির কাজের সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে রাস্তার কাজ শেষ হবে।