উলুবেড়িয়ায় হোয়াইট পিকিং হাঁসের বাচ্চা বিতরন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী শাটল কক শিল্পে পালকের সমস্যার কারণে বর্তমানে হারিয়ে যেতে বসেছিল এই শিল্প। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে আশার আলো জেগেছে এই শিল্পে। শাটল ককের পালকের জন্য আর বাংলাদেশের উপর ভরসা না করে এবার রাজ্যেই চিনের হোয়াইট পিকিং হাঁস পালনের উদ্যেগ নেওয়া হল। ইতিমধ্যে রাজ্যে এই বিশেষ প্রজাতির হাঁসের বাচ্চা আনা হয়েছে এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সেই সব হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়েছে।

গত মাসে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ বাগনান প্রকল্পের উদ্যোগে গড়চুমুক ফাম থেকে শ্যামপুরের ৫০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ৫ হাজার হোয়াইট পিকিং হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়েছিল। এরপর সোমবার উলুবেড়িয়া ১ নং ব্লকের ৭০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ৭ হাজার হাঁসের বাচ্চা তুলে দেওয়া হল। এদিন উলুবেড়িয়া ১ নং ব্লক অফিসে এক অনুষ্ঠানে মহিলাদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সামগ্রিক উন্নয়ন পর্ষদের প্রশাসনিক সচিব সঞ্জয় মূখার্জী, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী পুলক রায় বলেন উলুবেড়িয়ার শাটল কক শিল্পের বেশিরভাগ সাদা হাঁসের পালক আসে বাংলাদেশ থেকে । যদিও এবার থেকে রাজ্যেই এই হাঁস চাষ করে পালক পাওয়া যাবে। মন্ত্রী জানান শুধু হাঁসের বাচ্চা দেওয়া নয় এর পাশাপাশি বিনামূল্যে খাবার ওষুধ ও দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *