বিরোধী দলনেতার নামে মামলা দায়ের মন্ত্রী পুলক রায়ের

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কাছে দুর্নীতির অভিযোগ করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুধবার উলুবেড়িয়া আদালতে ফৌজদারী মামলা দায়ের করলেন মন্ত্রী পুলক রায়। এদিন আদালত থেকে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন গত ১১ নভেম্বর,২০২২ রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের সামনে আমার নামে অসত্য অভিযোগ করেছিলেন। আমি সংবাদ মাধ্যমে বিষয়টি দেখার পর অভিযোগের সত্যতা প্রমাণ দেওয়ার জন্য গত ১৭ নভেম্বর আমার আইনজীবী মারফৎ ওনাকে চিঠি পাঠাই। যদিও এরপরেও বিরোধী দলনেতা কোন প্রমাণ দাখিল করতে না পারায় আমার সম্মানহানি করার জন্য আমি গত ৩ জানুয়ারী বিরোধী দলনেতার বিরুদ্ধে উলুবেড়িয়া আদালতে মামলা দায়ের করি। আর আজ পুনরায় বিরোধী দলনেতার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করলাম। মন্ত্রী পুলক রায় বলেন বিরোধী দল নেতা আমার সম্মানহানি করার জন্য আমি মহামান্য বিচারকের কাছে বিচার প্রার্থনা করেছি।

প্রসঙ্গত গত ১১ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন খোলা বাজারে যে ফেরুলের দাম ২১৩ টাকা সেই ফেরুল ৫৭০ টাকা করে কেনা হয়েছে। ৪ টি নির্দিষ্ট এজেন্সিকে দিয়ে এইসব কেনা হয়েছে বলেও দাবি করেছিলেন বিরোধী দল নেতা। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন ১০৮৬ কোটি টাকার এই প্রকল্পে ন্যূনতম ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিতে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের একাধিক আধিকারিকের পাশাপাশি মন্ত্রী পুলক রায় জড়িত আছে বলেও অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। আর এরপরেই মন্ত্রী পুলক রায় বিরোধী দলনেতার বিরুদ্ধে উলুবেড়িয়া আদালতে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *