১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ৩
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- সরকারি বাসের নিচে ঢুকে গেল একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার ঈশ্বরীপুরে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতেরা হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা দ্বীপ পন্ডিত, কোতোয়ালির বাসিন্দা প্রীতম চক্রবর্তী এবং ঝাড়্গ্রামের বিনপুর ১ নং ব্লকের লালগড়ের বাসিন্দা সঞ্জিত মাহাতো। মৃতেরা প্রত্যেকে ৩০- ৩৫ বছরের মধ্যে। দুর্ঘটনায় সরকারি বাসের ৯ যাত্রী আহত হয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।
জানা গেছে মঙ্গলবার সকালে একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে কলকাতা অভিমুখে যাচ্ছিল। সকাল সাড়ে ৮ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে ঈশ্বরীপুরের কাছে গাড়িটির সামনের চাকা ফেটে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাটমুখী লেনে চলে আসে। সেই সময় কোলাঘাটমুখী লেন দিয়ে দীঘা অভিমুখে যাওয়া সরকারি বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসের নিচে ঢুকে যায়। সেই অবস্থায় বাসটি প্রাইভেট গাড়িটিকে মুখে করে প্রায় ৫০ মিটার নিয়ে চলে যাওয়ার পর ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে আসে।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, উলুবেড়িয়ার এসডিপিও সিদ্ধার্থ ধাপোলা সহ একাধিক পুলিশ আধিকারিক। পরে অনেক কসরত করে বাসের নিচ থেকে গাড়িটিকে বের করা হয়। এদিকে দুর্ঘটনা এতটাই তীব্র ছিল যে প্রাইভেট গাড়িটির মধ্যে তিনটি মৃতদেহ আটকে থাকে। পরে গ্যাস কাটার নিয়ে এসে গাড়ি কেটে তিনটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া জানান দুর্ঘটনার সঠিক কারণ জানতে গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে। এদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।