আমতায় যুবকদের মারে ব্যাক্তির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার- ১

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত ১০ মার্চ বচসা চলাকালীন দুই যুবকের মারে মৃত্যু হযেছিল আমতার সোমেশ্বর এলাকার বাসিন্দা অসিত মাজির (৪২)। অন্যদিকে দেওরের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বৌদি লক্ষী মাজির (৪৭)। ঘটনায় পরিবারের লোকজন স্থানীয় দুই যুবক পাপাই পোল্লে এবং নয়ন গায়েনের বিরুদ্ধে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। আর সেই ঘটনায় শুক্রবার রাতে আমতা থেকে উত্তম গায়েন বলে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল আমতা থানার পুলিশ। পুলিশ প্রশাসন সূত্রে খবর ধৃত ব্যাক্তি অভিযুক্ত নয়ন গায়েনের বাবা। ধৃতকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

গত ১০ মার্চ রাতে সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় অসিত মাজির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এলাকার দুই যুবক পাপাই পোল্লে এবং নয়ন গায়েন। অভিযোগ বচসা চলাকালীন দুই যুবক অসিত মাজিকে ব্যাপক মারধর করে। েই ঘটনার পর পরিবারের লোকজন অসিত মাজিকে আহত অবস্থায় আমতা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়। যদিও শুক্রবার পুনরায় অসিত বাবু অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে স্থানানতরিত করে। সেইমত অসিত মাজিকে উলুবেড়িয়ায় নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে দেওরের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অসিত মাজির বৌদির লক্ষী মাজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *