১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া্-উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাইকে চেপে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হল ৪ পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার লেবুতলায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করে। পরে আহতদের মধ্যে এক ছাত্রের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানানতরিত করা হয়। উলুবেড়িয়া বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ৪ ছাত্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে উলুবেড়িয়া জগৎপুর আর্দশ বিদ্যালয়ে।
জানা গেছে এদিন দুপুরে ইংরাজী পরীক্ষার শেষে ৪ ছাত্র একটি বাইকে চেপে বাড়ির পথে রওনা দেয়। বেলা ২ টো নাগাদ লেবুতলার কাছে কলকাতা অভিমুখে যাওয়া একটি লরি বাইকে ধাক্কা মারলে ৪ জনেই রাস্তায় ছিটকে পড়ে। দূর্ঘটনায় ৪ ছাত্র মারাত্মক জখম হয়। দূর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ৪ ছাত্রকে উদ্ধার করে উলুবেড়িয়া্ মেডিকেল কলেজে পাঠায়। পরে এক ছাত্রের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানানতরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ৪ জন ছাত্রের কারোর মাথায় হেলমেট ছিলনা। পুলিশ লরি সহ চালককে আটক করেছে।