নলপুরে রেল অবরোধ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, নলপুর- হকারদের উপর আরপিএফের জুলুমের অভিযোগে মঙ্গলবার দুপুরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনের নলপুর ষ্টেশনে অবরোধ করল হকাররা। এদিন তারা রেল লাইনের উপর বসে পড়ে ট্রেন চলাচলে বাধা দেয়। অন্যদিকে রেল অবরোধের ফলে দূর্ভোগে পড়ে নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ারা। বেশ কিছুক্ষণ রেল অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হকারদের বক্তব্য মঙ্গলবার সকালে শালিমার ষ্টেশনে এক হকারকে জরিমানা করে আরপিএফ। তাদের অভিযোগ জরিমানার টাকা দিতে না পারায় তাকে আদালতে পাঠানো হয়। আর এরপরই রেল অবরোধে সামিল হয় তারা। হকারদের বক্তব্য প্রতিদিন খুব সামান্য টাকা উপার্জন করে তারা। আর সেখানে যদি মোটা অঙ্কের জরিমানা দিতে হয় তাহলে কিভাবে সংসার চলবে তাদের। অবিলম্বে আরপিএফের জুলুম বন্ধের দাবি জানায় তারা।
অন্যদিকে হকারদের রেল অবরোধ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান নলপুর ষ্টেশনে ১০ মিনিট রেল অবরোধ হয়েছিল। এতে রেল চলাচলে কোন প্রভাব পড়েনি বলে জানান আদিত্য চৌধুরী।