উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- তৃণমূল কংগ্রেসে থেকে কোন অসৎ কাজ করা যাবেনা। সততার সঙ্গে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে নত মস্তকে মানুষের জন্য কাজ করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে রবিবার এইভাবেই দলের যুব কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়। রবিবার বিকেলে উলুবেড়িয়ার খলিশানী জাতীয় বিদ্যাপীঠের সামনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে দলের যুব মহিলা কর্মীদের এই বার্তা দেন মন্ত্রী পুলক রায়।
এদিন মন্ত্রী বলেন ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতি করার জন্য তৃণমুল তৈরী হয়নি। রাজনীতির লড়াই করে মানূষের বিশ্বাস অর্জন করে তৃণমূল তৈরী হয়েছিল। সুতরাং মানুষকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। পঞ্চায়েত নির্বাচনে যতই বিরোধীরা জোট করুক না কেন জেলার ১৫৭টি গ্রাম পঞ্চায়েত, ১৪টি পঞ্চায়েত সমিতি এবং ৪২টি জেলা পরিষদের আসনেই তৃণমূল জয়লাভ করবে বলে দাবি করেন মন্ত্রী পুলক রায়। এদিন তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন। তিনি বলেন বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের সঙ্গে বঞ্চনা করে চলেছে। এই রাজ্যে যখন লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথীর মত পরিষেবা দেওয়া হচ্চে তখন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্য সরকার কেন সেখানে এইসব প্রকল্প চালু করতে পারেনি সেই নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী পুলক রায়।
এদিনের এই কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।