চাকরি গেল পঞ্চায়েত প্রধানের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- চাকরি গেল আমতা বিধানসভার সাবসীট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান সেখ সাদ্দাম হোসেনের। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি বিভাগে যে ৭৮৫ জনের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে ৬২৬ নম্বরে সেখ সাদ্দাম হোসেনের নাম আছে। তিনি হাওড়ার শিবপুর যশোদাময়ী উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে সাবসীট গ্রাম পঞ্চায়েতের প্রধানের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে হাওড়া গ্রামীণ জেলার রাজনীতিতে জোর তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি সেখ সাদ্দাম হোসেন পঞ্চায়েতের প্রধানের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন।
অন্যদিকে চাকরি যাওয়ার কথা স্বীকার করে নিলেও সাদ্দাম হোসেনের দাবি কোন প্রভাব খাটিয়ে নয় নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম। সেখ সাদ্দাম হোসেন জানান আগে সেচ দপ্তরে চাকরি করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরীক্ষায় বসেছিলাম। সেইরকম বিদ্যালয়ের গ্রুপ সি বিভাগে পরীক্ষা দেওয়ার পর লিখিত পরীক্ষায় পাশ করার পর মৌখিক এবং টাইপ টেস্টে ও পাশ করেছিলাম। সেখ সাদ্দাম হোসেন জানান আমি ২০১৮ সালের ১৩ এপ্রিল বিদ্যালয়ের চাকরিতে যোগ দেওয়ার পর ১৭ সেপ্টেম্বর পঞ্চায়েত প্রধানের দায়িত্ব নিয়েছিলাম। সুতরাং প্রধানের প্রভাব খাটানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন সেখ সাদ্দাম হোসেন।