আমতায় আলু চাষীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আলুর দাম কুইন্টাল প্রতি কমপক্ষে ১ হাজার টাকা নিশ্চিত করা, রাজ্য সরকারকে চাষীদের কাছে থেকে আলু কেনা সহ একাধিক দাবিতে হাওড়া জেলা কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়ন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে শনিবার বিকেলে আমতার সেহাগোড়ি মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়। এদিনের এই কর্মসূচীতে কৃষকরা রাস্তার উপর আলু ফেলে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় আধঘন্টা পথ অবরোথ চলার পর রাস্তা অবরোধ মুক্ত হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক নেতা পরেশ পাল সহ অন্যান্যরা।
ৱএদিন কৃষক নেতারা বলেন রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে হাওড়া জেলাতেও আলু চাষ বৃদ্ধি পেয়েছে। তারা জানান ডঃস্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী আলু চাষীদের কুইন্টাল প্রতি কমপক্ষে ১০০০ টাকা পাওয়া উচিত। অথচ আলু চাষীদের কুইন্টাল প্রতি ৫০০/৬০০ টাকায় আলু বিক্রি করতে হচ্ছে। বাম আমলে দুবার আলু অধিক উৎপাদন হলে বাজারে আলুর দাম পড়ে গেলে বাম সরকার একবার ২০০কোটি এবং পরের বার ৪০০ কোটি টাকা দিয়ে আলু চাষীদের কাছ থেকে আলু কিনে নিয়েছিল। এমনকি পরিবহন ভাড়ায় ভর্তুকি দিয়ে ভীন রাজ্যে আলু পাঠাতে সহায়তা করেছিল। যদিও বর্তমান রাজ্য বরকার এই ব্যাপারে উদাসীন। আর সেই কারণে আলু চাষী সহ কৃষক সমাজ আজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।