উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়াঃ সম্প্রতি সাগরদীঘি উপনির্বাচনে জোট প্রার্থী জয়লাভ করেছে। আর সেই ফলাফলের রেশ কাটতে না কাটতেই ৫০০ সিপিএম নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল। রবিবার উলুবেড়িয়ার রাজাপুরে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত মন্ত্রী পুলক রায়। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ ইলিয়াস সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী পুলক রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়ে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী নেড়া হওয়াকে গিমিক বলে কটাক্ষ করেন। রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর শপথ নিয়ে একজন নেড়া হয়ে গেরুয়া বসন পরেছিলেন। কাজের কাজ কিছুই হয়নি। দলের কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন দলের নেতৃত্বের নির্দেশ মেনে চলতে হবে। কোন সমস্যা হলে দলের ফোরামে সেটা আলোচনা করতে হবে। বাইরে কোনরকম আলোচনা করা চলবে না।
এদিন বিধায়ক অরুনাভ সেন দলের ভিত আরো মজবুত করতে মহিলা কর্মীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন নির্বাচনে দলের মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মহিলারা খুব সহজেই হেঁসেলে ঢুকতে পারেন। সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলুন। তাদের সমস্যা জেনে তাদের পাশে থাকতে হবে।