আমতায় মৃত ছাত্র নেতার বাড়িতে মীনাক্ষী মূখার্জী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- ছেলের মৃত্যুর পর এক বছর কেটে গেলেও এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আছেন আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান। বুধবার সকালে ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জী সহ অন্যান্যরা সালেম খানের সঙ্গে দেখা করতে আসার পর নিজের দাবি থেকে যে তিনি এখনও সরেরনি সেটা স্পষ্ট করে দেন সালেম খান। এদিন সালেম খানের সঙ্গে সাক্ষাৎ করার পর মীনাক্ষী মূখার্জী বলেন আমরা সালেম কাকার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিলাম।
আনিসের মৃত্যু নিয়ে তিনি বলেন পুলিশ মন্ত্রী যখন নিজেই বিচার দিতে পারেননা তখন এই বিচারের ব্যবস্থা আমাদের করে দিতে হবে। সরকারের উচিত মানুষের কথা শোনা। কিন্তু সরকার যখন সেটা শুনতে পায় না, কালা হয়ে যায়,তখন মানুষকে অন্য রাস্তা বের করতে হয় বলে জানান মীনাক্ষী মূখার্জী । সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে চাকরির প্রসঙ্গে মীনাক্ষী মূখার্জী বলেন চাকরি দিতে পারবেনা বলে রাজ্যের যুবদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে এদিন সালেম খান বলেন সিবিআই তদন্ত না হলে আনিসের মৃত্যুর বিচার আমি পাবনা। আমি আইনের ভরসায় চলছি। আমার আশা আনিসের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত হবে।