মাছ চাষ করে কেউ জীবনে প্রতিষ্টিত হতে চাইলে মৎস দপ্তর সহায়তা করবে

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-যে পরিমান চাকরির চাহিদা আছে সেই পরিমান চাকরি নেই। তবে যদি কেউ মাছ চাষ করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে মৎস দপ্তরের পক্ষ থেকে সহযায়তা করা হবে।  তাদের জলাশয়ে মাছ চাষের দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। শনিবার দুপুরে উলুবেড়িয়া কলেজে উলুবেড়িয়া কলেজ এবং স্টেট ফিসারি অফিসার এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়েজিত এক জাতীয় স্তরের সেমিনারে  অংশ নিতে এসে ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে এই কথা বলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এদিনের সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন মৎস্য দপ্তর একটা সোনার খনি। এটাকে ভালোভাবে যত্ন করে দেখলে এখান থেকে অনেক মনি মানিক্য পাওয়া যাবে। আমি ৭ মাস দপ্তরের দায়িত্ব নেওয়ার পর রাজ্যে জুড়ে কত জলাশয় আছে এবং তাদের আয়তন সর্ম্পকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এইসব জলাশয়গুলিকে কিভাবে ব্যবহার করা যায় সেই ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে পাশাপাশি মাছ চাষের ব্যাপারে প্রশিক্ষনের ব্যবস্থাও করা হচ্ছে। মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।  আগে অন্ধপ্রদেশ থেকে প্রতিদিন রাজ্যে ৫০০/৬০০ লরি মাছের লরি আসলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০০। বিপ্লব রিয়চৌধুরী বলেন মৎস দপ্তরের দায়িত্ব নেওয়ার পর মৎসজীবীদের আধুনিক সচিত্র পরিচয়পত্র প্রদান করা হয়েছে। এছাড়াও তাদের পরিবারের জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *