বন্যপ্রান শিকার, শ্যামপুরে আটক ৩ যুবক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- শনিবার শ্যামপুর থানা এলাকায় বক ও কাঠবিড়ালি মারার অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। পরে ৩ যুবককে আটক করল বন দপ্তর। ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানার দক্ষিন শিবগঞ্জ এলাকায়। বন দপ্তর সূত্রে খবর ধৃত ৩ যুবক শ্যামপুর থানা এলাকার একটি ইঁটা ভাঁটায় কাজ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে জানা গেছে শনিবার সকালে শ্যামপুর দক্ষিন শিবগঞ্জ এলাকায় ৩ যুবককে বন্যপ্রান শিকার করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা পরিবেশ সংগঠন ভোরের আলো এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের খবর দেন। পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে পৌছে ৩ যুবককে ধরে ফেলে। পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ৩ যুবককে আটক করে। ধৃতদের কাছ থেকে একটি মৃত বাঘরোল ও একটি বক উদ্ধার করার পাশাপাশি শিকারে ব্যবহৃত গুলতি উদ্ধার করা হয়েছে। বন দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান ৩ যুবককে আটক করার পাশাপাশি তাদের জরিমানা করা হয়েছে।