বাংলাদেশের সমুদ্র সৈকত আভিযানে ৭ বাঙালী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, হাওড়া- বাংলাদেশের সমুদ্র সৈকতে পায়ে হেঁটে ইতিহাস সৃষ্টি করলেন ৭ বাঙালী। হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশনের এই ৭ বাঙালী সদস্য সম্প্রতি ৪ দিনে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ শাহপরী সমুদ্র সৈকত থেকে নাজিয়ার টেক সমুদ্র সৈকত পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত পায়ে হেঁটে অতিক্রম করেছেন। বাংলাদেশের বিচ হাইকিং সংস্থা ও হাওড়া স্পোর্টস এ্যাডভেঞ্চার এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ইন্দো বাংলা যৌথ সমুদ্র অভিযান গত ২০ ফেব্রয়ারি শেষ করে বুধবার রাতে ৭ বাঙালী বাড়ি ফিরেছে।
অভিযান সর্ম্পকে হাওড়া স্পোর্টস এ্যাডভেঞ্চার এ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য দেবাশীষ চক্রবর্তী জানান পৃথিবীর দীর্ঘতম বাংলাদেশর এই সমুদ্র সৈকত আমরা পায়ে হেঁটে পাড়ি দিয়েছি। কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি ও সহযোগিতায় আমাদের এই অভিযান হয়েছে। তবে যেহেতু আমরা বিদেশী সেই কারণে বাংলাদেশ টুরিস্ট পুলিস আমাদের উপর সর্তক নজর রাখার পাশাপাশি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছিল। তবে শুধু পায়ে হেঁটে সমুদ্র সৈকত আভিযান নয় এর পাশাপাশি সৈকত এলাকার মানুসের মধ্যে সৈকত দূষণ মুক্ত রাখার প্রচার এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে রক্তদান ও থ্যালাসেমিয়া রোগ নিযে প্রচার চালানো হয়েছে বলে জানান দেবাশীষ চক্রবর্তী। দেবাশীষ চক্রবর্তী জানান বাংলাদেশের এই সমু্দ্র সৈকত ভারতের সমুদ্র সৈকতগুলির থেকে অনেক বেশী পরিস্কার।