বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া আমতা লোকাল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- বৃহস্পতিবার দুপুরে বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ৩৮৯০৯ আপ হাওড়া আমতা লোকাল। জানা গেছেএদিন দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ দক্ষিন পূর্ব রেলের হাওড়া আমতা লাইনে জগৎবল্রভপুরের মাজু হল্টের কাছে যাদববাটী এলাকায় আপ হাওড়া আমতা লোকালের ৩টি কামরা লাইনচ্যুত হয়। দূর্ঘটনায় ২ জন ট্রেন যাত্রী আহত হয়। তাদের মধ্যে একজনকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল এবং অন্যজনকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কলকাতার এস এস কে এমে স্থানানতরিত করা হয়।
দক্ষিন পূর্ব রেল সূত্রে জানা গেছে বেলা ১২টা ৫০ নাগাদ জগৎবল্লভপুরের মাজু হল্টের কাছে যাদববাটী এলাকায় আপ আমতা লোকালের ৩টি কামরা লাইনচ্যুত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। দূর্ঘটনায় একাধিক যাত্রী অল্প বিস্তর আহত হয়। এদিকে দূর্ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে আসে রেলের রিলিফ ট্রেন। দক্ষিন পূর্ব রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থরে আসেন। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি ও আমতা ষ্টেশনে হেল্পডেস্ক খোলা হয়। দক্ষিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান দূর্ঘটনায় ২ জন ট্রেন যাত্রী আহত হয়েছেন। দূর্ঘটনার পর ৩টে ৩০ নাগাদ রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে দিয়েছে। তিনি জানান যেসব চাকাগুলি লাইন থেকে নীচে নেমে গেছে সেইসব চাকা তোলার পাশাপাশি ভেঙে যাওয়া স্লিপারগুলি পরিবর্তন করা হবে। র্ট্রাক ঠিক হওয়ার পর লাইন পরীক্ষা করে ট্রেন চালানো হবে। আপাতত হাওড়া থেকে বড়গাছিয়া পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে বলে জানান আদিত্য চৌধুরী। ট্রেন দূর্ঘটনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের একটি কমিটি ও গঠন করা হবে বরে জানান মুখ্য জনসংযোগ আধিকআরিক।
অন্যদিকে এদিন দূর্ঘটনার পর দূর্ঘটনাস্থলে যান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া গ্রামীণ জেলা পুলিসের পুলিস সুপার স্বাথ্যী ভাঙ্গালীয়া। পরে মন্ত্রী পুলক রায় বলেন দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি। মুখ্যমন্ত্রী আহতদের পরিবারের পাশে আছেন। এইরকম দূর্ঘটনা যাতে পুনরায় না ঘটে সেই ব্যাপারে রেল কর্তৃপক্ষ্কে সর্তক এবং সচেতন থাকার অনুরোধ করব বলে জানান মন্ত্রী পুলক রায়।