দেশের সাড়ে ২৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছে শ্যামপুরের অনিমেষ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বাবার চানামশলা আর চায়ের দোকানে থাকতে থাকতেই দেশ ঘুরে দেখার নেশা চেপে বসেছিল শ্যামপুরের অনিমেষ মাজীর মাথায়। আর সেই দেশ ঘুরে দেখতেই পকেটে মাত্র ২৫০০ টাকা নিয়ে সাইকেলে চেপে অজানা পথের উদ্দ্যেশে পাড়ি দিযেছিল অনিমেষ। প্রায় দেড় বছর সাইকেলে দেশের বিভিন্ন রাজ্যের প্রায় ২৫ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি বুধবার নিজের বাড়ি ফিরবে শ্যামপুরের কাঁঠালদহ গ্রামের বাসিন্দা অনিমেষ মাজী।
অনিমেষের বাবার শ্যামপুরের একটি সিনেমা হলের উল্টোদিকে চানা মশলা ও চায়ের দোকান। বাবার দোকানেই হাতে হাত লাগিয়ে বাবাকে সাহায্য করত অনিমেষ। আর দোকানে থাকাকালীন দেশ ঘুরে দেখার নেশা মাথায় চেপে বসে শ্যামপুরের এই যুবকের। সেইমত ২০২১ সালের ৭ অক্টোবর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় অনিমেষ মাজী। ছত্রিশগড়, উড়িষ্য্, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ একে একে সব রাজ্য ঘুরে সাড়ে ২৫হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার বাড়ি ফিরবে অনিমেষ। অনিমেষ জানায় প্রায় দেড় বছরের ভ্রমনে বিভিন্ন দ্রষ্ট্যব্য স্থান ঘোরার পাশাপাশি প্রত্যন্ত গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরেছি। সেখানকার মানুষের সঙ্গে থেকে খাওয়া দাওয়া করেছি। তাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি। অনিমেষ জানায় ভ্রমনের সময় জঙ্গলের পাশাপাশি পাহাড়, বরফ এমনকি রাতে ফাঁকা মাঠেও ঘুমিয়েছি। সে জানায় বাড়িতে ফিরে আমার ভ্রমনের এই অভিজ্ঞতা সকলের মধ্যে ছড়িয়ে দেব। অনিমেষ জানায় চলার পথে নিজের আর্থিক সমস্যা মেটাতে বিভিন্ন জায়গায় ৬/৭ দিন দরে কাজ করেছি এমনকি রতেও কাজ করে পয়সা উপার্জন করেছি। অনিমেষ মাজী জানায় টাকা জমিয়ে বাইক কিনে দেশ ভ্রমনের পরিকল্পনা করলে অনেকটাই দেরী হযে যেত সেই কারণে বাইক কেনার অপেক্ষায় না থেকে সাইকেলে বেরিযে পড়েছিলাম।