উলুবেড়িয়ায় পথ নিরাপত্তা সপ্তাহ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুধু জরিমানা করে দূর্ঘটনা কমানো সম্ভব নয়। আইন ভঙ্গকারীদের পুলি্শ প্রশাসন জরিমানা করে শুধু সাবধান করতে পারে। কিন্তু মানুষ যদি এই ব্যাপারে সচেতন না হয় তাহলে দূর্ঘটনা কমানো সম্ভব নয়। মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ১৬ নং জাতীয় সড়কের পাশে উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে সপ্তাহ ব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচীর শেষ দিনে এসে এই কথা বলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিসের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার।

এদিন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার বলেন জাতীয় সড়কে দূর্ঘটনা কমাতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করায় গত ৩ বছরে জাতীয় সড়কে দূর্ঘটনা অনেকটাই কমেছ। যদিও রাজ্য সড়ক গুলিতে বেপরোয়া বাইক চালানোর ফলে দূর্ঘটনা কমানো সম্ভব হচ্ছেনা। তিনি বলেন আমাদের এই সচেতনতা কর্মসূচীর মূল উদ্দ্যেশে পথ চলতি মানুষকে সচেতন করা। আর যদি মানুষ সেটা করতে পারে তাহলেই পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দ্যেশে সফল হবে। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিপিও সিদ্ধার্থ ধোপালা, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনমুর রহমান, পুরসভার জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ সহ পুলিশের একাধিক পদস্থ কর্তারা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *