হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মান ভেঙে দিল উলুবেড়িয়া পুরসভা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়য়া- হাইকোর্টের নির্দেশে রাস্তার পাশের একটি বেআইনি নির্মান ভেঙে দিল উলুবেড়িয়া পুরসভা। সোমবার দুপুরে উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের কৈজুড়ী এলাকায় ওটি রোডের পাশে এই বেআইনি নির্মান ভেঙে দেয় উলুবেড়িয়া পুরসভা। এদিন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ, একজন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই বেআইনি নির্মান ভাঙার কাজ শুরু হয়। কোনরকম অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
উলুবেড়িয়া পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের উলুবেড়িয়া থানার কৈজুড়ী এলাকায় ওটি রোডের পাশে একটি সম্পত্তিকে ঘিরে দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। অভিযোগ ওই সম্পত্তিতে পুরসভার বিনা অনুমতিতে অমিত রায় নির্মান কাজ করায় এই নির্মান কাজের বিরুদ্ধে উল্লাস রায় হাইকোর্টের দারস্থ হয়। এরপর হাইকোর্ট উলুবেড়িয়া পুরসভাকে বিষয়টি দেখতে বললে পুরসভার পক্ষ থেকে তদন্ত করে অমিত রায়কে বেআইনি নির্মান ভেঙে নেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ পুরসভার নির্দেশ পাওয়ার পরেও অমিত রায় বেআইনি নির্মান কাজ না ভেঙে নেওয়ায় সোমবার হাইকোর্টের নির্দেশে সোমবার উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে ওই বেআইনি নির্মান কাজ ভেঙে দেওয়া হয়। বেআইনি নির্মান ভাঙা সর্ম্পকে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান ৩১ নং ওয়ার্ডের কৈজুড়ী এলাকার বাসিন্দা অমিত রায় পুরসভার অনুমতি ছাড়াই ওটি রোডের পাশে নির্মান কাজ করেছিল। পুরসভার পক্ষ থেকে ওনাকে ওই নির্মান কাজ ভেঙে নেওয়ার কথা বললেও উনি সেটা না করায় আজ হাইকোর্টের নির্দেশে এই বেআইনি নির্মান ভেঙে দেওয়া হল।