উলুবেড়িয়া থেকে উদ্ধার ১৫টি পাহাড়ি চন্দনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুক্রবার বানীবন হাটতলা এলাকা থেকে ১৫টি পাহাড়ি চন্দনা বা অ্যালেক্সান্দ্রিন প্যারাকীটের ছানা উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা বানীবন হাটতলা এলাকার এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালায়। পাশাপাশি চন্দনার ছানাগুলো উদ্ধার করে। পাশাপাশি বাড়িতে পাহাড়ি চন্দনা রাখার আভিযোগে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছে বন দপ্তর।
জানা গেছে শুক্রবার দুপুরে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক, সৌভিক দাস ও শুভ মান্না বন দপ্তরের কর্মীদের একসঙ্গে উলুবেড়িয়া বানীবন হাটতলায় এক ব্যাক্তির বাড়িত অভিযান চালায়। তার বাড়ি থেকে উদ্ধার হয় ১৫টি পাহাড়ি চন্দনা বা অ্যালেক্সান্দ্রিন প্যারাকীট। বন দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া পাহাড়ি চন্দনাগুলিকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি এই নিষিদ্ধ চন্দনা বিক্রি ও মজুত করার অভিযোগে ওই ব্যাক্তিকে আটক করা হয়েছে।