উলুবেড়িয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – শুধু ব্যবসায়ী কল্যাণ সমিতি নাম দিলেই হবেনা, সমিতিকে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে হবে তবেই এই সংগঠনের সার্থকতা আসবে। বৃহস্পতিবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে উলুবেড়িয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক চতুর্থ সম্মেলনে যোগ দিতে এসে এই কথা বলেন সমিতির সভাপতি তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।

এদিন মন্ত্রী পুলক রায় বলেন ক্রেতা বিক্রেতার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে। সুতরাং ক্রেতাদের সুরক্ষিত রাখার দায়িত্ব বিক্রেতাদের। পুলক রায় বলেন উলুবেড়িয়া শহর বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে। ফলে রাস্তায় মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যদিও একশ্রেণীর ব্যবসায়ীর রাস্তা দখল করে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন মানুষ।এই ব্যাপারে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী পুলক রায়। উলুবেড়িয়ার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবীকরণের জন্য রবীন্দ্র ভবনে একটি ক্যাম্প করার প্রস্তাব দেন পুলক রায়। এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর রঘুনাথ দে, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দেবাশীষ বন্দোপাধ্যায়,ভোলানাথ দে, গৌতম বোস, দীপক দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *