শ্যামপুরে বাঘরোলকে পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আবার বাঘরোলকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্যামপুরের বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। অবশ্য ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে বন দপ্তর মিন্টু কাড়াল এবং পলাশ মন্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে বুধবার দুপুরে ভবানীপুর গ্রামে একটি বাঘরোলকে মিটিয়ে মারে মিনটু কাড়াল এবং পলাশ মন্ডল নামে দুই যুবক। বাঘরোলটিকে মারার পর বাইকে চাপিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও আভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। এদিকে বাঘরোল মারার বিষয়টি জানতে পারে স্বপ্নের শহর শ্যামপুর হাওড়াবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা দ্রুত গ্রামে যাওয়ার পাশাপাশি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘরোলটিকে উদ্ধার করে। বন দপ্তরের কর্মীরা জানতে পারেন মিন্টুও পলাশ বাঘরোলটিকে পিটিয়ে মেরেছে। এরপরেই আইমা এলাকা থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে বন দপ্তরের কর্মীরা। মৃত বাঘরোলটির দেহ ময়নাতদন্তের জন্য গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।