জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে বিধায়ক জুন মালিয়ার গাড়ি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বৃহস্পতিবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনিক সভা। আর সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে বুধবার দূর্ঘটনার কবলে পড়ল মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার গাড়ি। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জোড়াকলতলার কাছে। তবে এদিনের এই দূর্ঘটনায় বিধায়কের গাড়ির ক্ষতি হলেও জুন মালিয়া অক্ষত ছিলেন। পরে একটি পুলিশের গাড়িতে তিনি মেদিনীপুরের উদ্দ্যেশে রওনা দেন।
জানা গেছে বুধবার দুপুর ২টা ৩০ নাগাদ বিধানসভা থেকে বেরিয়ে বিধায়ক জুন মালিয়া মেদিনীপুরের উদ্দ্যেশে রওনা দেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এদিন বিকেল ৩ টা ৩০ নাগাদ জাতীয় সড়কে জোড়াকলতলারকাছে বিধায়কের গাড়ির সামনে একটি হনুমান এসে পড়ে। চালক হনুমানটিকে বাঁচাতে গেলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে আসে। দূর্ঘটনায় জুন মালিয়ার গাড়ির চারটে চাকা ফেটে যায়। এদিকে দূর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের গাড়িতে করে বিধায়ক জুন মালিয়া মেদিনীপুরের উদ্দ্যেশে রওনা দেন। এদিকে দূর্ঘটনার জেরে জাতীয় সড়কের কলকাতামুখী লেনে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।