শহীদ জওয়ানদের শ্রদ্ধা উলুবেড়িয়ায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – ১৪ ফেব্রুয়ারি,২০১৯ দিনটি ভারতবাসীর পক্ষে কালো দিন। কারণ এই দিনে পুলওয়ামায় শহীদ হয়েছিলেন সিআরপিএফের ৪৪ জন জওয়ান। শহীদ জওয়ানদের মধ্যে ছিলেন চেঙ্গাইল চককাশীর বাবলু সাঁতরা। ঘটনার পর শহীদ জওয়ানের বাড়ির কিছুটা দূরে উলুবেড়িয়া পুরসভার উদ্যেগে বসানো হয়েছে বাবলু সাঁতরার মূর্তি। এলাকার রাস্তা তার নামে নামাঙ্কিত করা হয়েছে। মঙ্গলবার উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে চেঙ্গাইলের চককাশিতে শহীদ বাবলু সাঁতরাকে শ্রদ্ধা জানানো হল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, শহীদ বাবলু সাঁতরার মা বনমালী সাঁতরা সহ অন্যান্যরা।

অন্যদিকে শহীদ জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানানোর পাশাপাশি সারা বিশ্বে শান্তির বার্তা দিতে সাদা পায়রার পালকের উপর ছবি আঁকলেন বাগনানের সুরজিৎ অধিকারী।

এদিন সন্ধ্যায় উলুবেড়িয়া বাজারপাড়ার হন্ডার উলুবেড়িয়া ডিলারের পক্ষ থেকে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। এদিন শোরুমের কর্মীরা মোমবাতি হাতে রাস্তায় মৌন মিছিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *