হাসপাতাল থেকে ভেন্টিলেটর চুরি, ধৃতদের পুলিশ হেফাজত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া : মোটা অঙ্কের টাকা আয়ের পরিকল্পনা নিয়ে ফুলেশ্বরের নামী বেসরকারি হাসপাতাল থেকে ১৪ টি ভেন্টিলেটর সরিয়ে ফেলেছিল হাসপাতালের প্রাক্তন দুই কর্মী সুরজ মাহাতো এবং রঞ্জন প্রামানিক। আর সেই মেশিন বিক্রি করতে গিয়েই পুলিশের পাতা ফাঁদে ধরা পড়েছিল দুজনে। তবে শুধু সুরজ এবং রঞ্জন নয় পাশাপাশি হাসপাতাল থেকে মেশিন বের করতে তাদের সাহায্য করার অভিযোগ রবিবার রাতে উলুবেড়িয়া থানার পুলিশ হাসপাতালের কর্মী মঞ্জুর আলমকেও গ্রেপ্তার করেছিল। ধৃত তিনজনকে সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ প্রশাসন সূত্রে খবর ধৃত তিনজনকে মুখোমুখো বসিয়ে জেরা করে এই চক্রে আর কারা জড়িত আছে সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে।
প্রসঙ্গত মাস খানেক আগে ফুলেশ্বরের একটি বেসরকারি নামী হাসপাতাল থেকে ১৪টি বহুমূল্যের ভেন্টিলেটার মেশিন উধাও হয়ে গেছে। হাসপাতাল থেকে ভেন্টিলেটার মেশিন উধাও হয়ে যাওয়ার ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিসের সঙ্গে যোগাযোগ করে। এরপরেই পুলিশ তদন্তে নেমে উলুবেড়িয়া বাজারপাড়ায় সুরজ ও রঞ্জনের খোঁজ পায়। অভিযুক্তদের হাতেনাতে ধরার জন্য পুলিশ দুজনকে মেশিন কেনার টোপ দেয়। সুরজ ও রঞ্জন পুলিশের দেওয়া টোপ গেলে। সেইমত রবিবার দুপুর ২ টো নাগাদ পুলিশ সুরজের ভাড়া করা ফ্ল্যটের তিনতলায় হানা দেয়। সুরজ ও রঞ্জনের হেফাজত থেকে চুরি যাওয়া দুটি ভেন্টিলেটার মেশিন ও সরঞ্জাম উদ্ধার করে এবং দুজনকে গ্রেপ্তার করে। পরে মঞ্জুর আলমকে ও গ্রেপ্তার করে উলুবেড়িয়া থানার পুলিশ।