ভাঙা টালির উপর ছবি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমতার সুব্রত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া : ৩০টি ভাঙা টালির উপর মনীষীদের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল আমতার ছোট মহড়ার বাসিন্দা সুব্রত কাঁড়ার। ইতিমধ্যে নিজের হাতের কাজের স্বীকৃতি স্বরূপ সংস্থার পাঠানো মেডেল, শংসাপত্র সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে সুব্রত কাঁড়ার।
সুব্রত কাঁড়ার জানান নিজের আঁকা ১২০ মিনিটে ৩০ টি ছবি এঁকে গত ৪ জানুয়ারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানোর পর ১৭ জানয়ারি তারা আমার হাতের কাজকে স্বীকৃতি দেয়। আগামীদিনে আরোও রেকর্ড করার ইচ্ছা আছে বলে জানান সুব্রত কাঁড়ার।