পাঁচলা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- বৃহস্পতিবার পাঁচলার নেতাজী সংঘের মাঠ থেকে রাজ্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই মঞ্চ থেকে ১৫ টি জেলার ৯১১ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে হাওড়ায় আছে ৫৯ টি প্রকল্প। এদিন প্রকল্প রূপায়ণের ঘোষণার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান এবং শিল্পের প্রসারেরও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সরকারি অনুষ্ঠান থেকে তিনি এক দিনে ৬ লক্ষ মানুষের পরিষেবা প্রদানের ঘোষণা করলেন যা কার্যত দৃষ্টান্তমূলক বলেই মনে করছে ওয়াকিবহল মহল।


এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হাওড়াতে শিল্পের জোয়ার এসেছে। ৫ হাজার শিল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ হয়েছে। এখানে ৬৭ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া আরও প্রকল্পে ১১ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে আরও দেড় লক্ষ্য কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী বলেন হাওড়ায় ক্ষুদ্র মাঝারি শিল্পের হার হচ্ছে। একাধিক জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। আমতা রানিহাটিতে ফাউন্ডিপার্ক, অঙ্কুরহাটিতে জেমস জুয়েলারি হাব করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সারা রাজ্যে যা উৎপাদিত হয় তার ৪০ শতাংশ হাওড়ায় উৎপাদন হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার দেউচা পাচামিতে ৩৫ কোটি হাজার কোটি টাকা ব্যয় করেছে এছাড়া ১০ হাজার কোটি টাকা ব্যয় করেছে পুনর্বাসনের জন্য। প্রচুর কর্মসংস্থান সেখানে হবে পুরুলিয়াকে জঙ্গল সুন্দরী করা হয়েছে। তিনি বলেন ডানকুনি- কল্যাণী , ডানকুনি- হলদিয়া ও ডানকুনি- রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডর করা হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষের পরিষেবা নিয়ে যাতে সমস্যা কিছু না হয় সেজন্য দুয়ারে সরকার প্রতি তিন মাস অন্তর করা হবে। সম্প্রতি পিজি দুয়ারে চিকিৎসা পরিষেবা শুরু করেছে এবং তিনি অন্যান্য বড় বড় চিকিৎসা কেন্দ্র ও বড় বড় সরকারি হাসপাতালগুলো কেউ এই প্রকল্প গ্রহণ করার জন্য আহ্বান জানান। কর্মসংস্থানের জন্য এখানে গ্রুপগুলোকে দিয়ে স্কুলের পোশাক তৈরি করা হচ্ছে আগামী বছর ৮ কোটি কর্ম দিবস সরকার তৈরি করতে পারবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ১০০ দিনের কাজ প্রকল্পে ৭ হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি। গরিব মানুষ কাজ করেছে। আমরা বলি গরিব মানুষের টাকা মারবেন না, গরিব মানুষের টাকা ফেরত দিন। কেন্দ্র সরকার রেশনে ভর্তুকি বন্ধ করে দিয়েছে। রাস্তার টাকা দিচ্ছে না। শিক্ষায় টাকা কেটে দিচ্ছে। এভাবে চলতে পারে না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন এমন একটা কেন্দ্রীয় সরকার চলছে যার শুধু মুখে ভাষণ। ‌ আমাদের আমাদের টাকা আমাদের দিলে আমরা আরো কাজ করতে পারতাম। চারিদিকে গ্রামের রাস্তা ভেঙ্গে যাচ্ছে। কেন্দ্র কোন টাকা দিচ্ছে। না তবুও আমরা ঠিক করেছি যেভাবে রাস্তা করতে হবে টাকার যোগাড় করে। আমরা ২০০০ কোটি টাকার একটা প্রকল্প তৈরি করছি গ্রামীন রাস্তা করব বলে। এই অবস্থায় শুধু ঢাকঢোল বাজিয়ে নিজেদের প্রচার করছে ওরা।

মুখ্যমন্ত্রী বলেন আমি মানুষের কাজ করব । মানুষ যেটা বলবে আমি সেটাই শুনবো। তোমরা গালাগালি দিলে আমি আরো কাজ করব। গালাগালি দিলে ভয় পেয়ো না। লড়ে যাও লড়ে যাও। নড়লে জয় অবশ্যই হবে। লড়তে হলে লড়ো করতে হলে করো গড়তে হলে কর। আমাদের সঙ্গে চ্যালেঞ্জে কোন জায়গা নেই। আমার নাম ধর্ম জাত সব আমার নাম মানবিকতা। আমার স্বপ্ন মা মাটি মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ প্রিয় ছাত্রদের জন্য নতুন ভোরের আলো।

। মুখ্যমন্ত্রী বলেন আজকে তো বাংলা মডেল হয়ে গেছে। কন্যাশ্রী ইউনাইটেড নেশনের পুরস্কার পেয়েছে। টুরিজিম ইউনেস্কোর হেরিটেজ হয়েছে। এখন সবাই আমার নকল করছে। ভালো জিনিস নকল কর। সারাদেশে ৪০ সমস্ত কর্মসংস্থান কমেছে বাংলায় চল্লিশ শতাংশ কর্মসংস্থানে বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *