বৃহস্পতিবার পাঁচলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- রাত পোহালেই পাঁচলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কের পাশের ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই সভামঞ্চ থেকে রাজ্যের একাধিক প্রকল্পের শিল্যান্যাস এবং উদ্বোধন ও করবেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভার আগে বুধবার দুপুরে সভাস্থল ঘুরে দেখলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সুকান্ত পাল, জেলাশাসক মুক্তা আর্য, বিধায়ক সুকান্ত পাল, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ প্রশাসনিক আধিকারিকরা।
এদিন মন্ত্রী পুলক রায় বলেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখলাম। বৃহস্পতিবার এই মঞ্চ থেকে রাজ্যে ২৮০০ কোটি টাকার জল প্রকল্পের শিল্যান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি হাওড়া জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিল্যান্যাস ও উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী পুলক রায়।