ইউটিউবার খুনে ব্যাবহৃত আগ্নেয়াস্ত্রর খোঁজে তল্লাশি পুলিশের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- ঝাড়খন্ডের ইউটিউবার ইশা আলিয়া খুনের তদন্তে নেমে বাগনান থানার এখনোও পর্যন্ত পুলিস ৪ জনকে গ্রেপ্তার করতে পারলেও খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি বাগনান থানার পুলিশ। সূত্রের খবর ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা ধৃতদের জিজ্ঞাসবাদ করে নিশ্চিত বাগনানের চন্দ্রপুরে যেখানে ইশা আলিয়াকে খুনের দাবি করেছিল প্রকাশ সেখানেই খুনে ব্যাবহৃত আগ্নেয়াস্ত্র ফেলা হয়েছে। আর সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে শনিবারের পর রবিবার বিকালেও ঘটনাস্থলে মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশি চালালো জেলা ইন্টালিজেন্স বুরো এবং বাগনান থানার পুলিশ। যদিও রবিবার সন্ধ্যা পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। সোমবারেও পুনরায় ঘটনাস্থলে তল্লাশি চালানো হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর ভোরবেলা নিজের গাড়িতে চেপে কলকাতা যাওয়ার পথে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের চন্দ্রপুরে নিজের মধ্যেই খুন হন ঝাড়খন্ডের ইউটিবার ইশা আলিয়া। পুলিশের কাছে ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমার দাবি করেছিল ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুস্কৃতীরা তার স্ত্রীকে গুলি করে খুন করেছে। যদিও পরে তদন্তে নেমে পুলিশ প্রকাশ কুমার এবং প্রকাশের ভাই সন্দীপ কুমারকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ঝাড়ঘন্ড থেকে অস্ত্র কারবারি মোহিত কুমার এবং বিহার থেকে সন্দীপ কুমার সিং নামে আরোও এক যুবকককে গ্রেপ্তার করে। বর্তমানে প্রকাশ এবং সন্দীপ কুমার জেল হেফাজতে থাকলেও মোহিত কুমার ও সন্দীপ কুমার সিং পুলিশ হেফাজতে আছে।