বাগনান থেকে উদ্ধার ২৩টি পাহাড়ি চন্দনা টিয়া

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বিদেশী পাখির ব্যবসার আড়ালে বাগনানের নুন্টিয়ায় বাড়িতে বেআইনিভাবে রেখে দেওয়া ২৩টি দেশীয় পাহাড়ি চন্দনা টিয়া পাখির বাচ্চা ( অ্যালেক্সানদ্রিন প্যরাকীট ) উদ্ধার করল বাগনান থানার পুলিশ। জানা গেছে বেশ কিছুদিন ধরেই হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে পাখি পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছিল।

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক, সুমন পাঠক এবং বাগনান থানার পুলিশ যৌথভাবে নুন্টিয়ার বাসিন্দা দিবাকর সী এর বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে উদ্ধার করা হয় ২৩টি দেশীয় পাহাড়ি চন্দনা টিয়া। পরে বন দপ্তরের কর্মীরা উদ্ধার হওয়া চন্দনা টিয়ার বাচ্চাগুলিকে গড়চুমুক জুতে নিয়ে যায়। চিত্রক জানান ১৯৭২ ভারতীয় বন্যপ্রান আইন অনুযায়ী এইসব পাহাড়ি চন্দনা তফসিলি ১ এর অর্ন্তভুক্ত। এই ধরনের পাখি পোষা বা ধরা আইনত দন্ডনীয় অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *