ভারতীয় দলে উলুবেড়িয়ার ৬ বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিফায়েড ফুটবল প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নিয়েছিল উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের জাহিরা খাতুন ও ইত্তেশমা খাতুন। প্রতিযোগিতায় দুজনের উল্লেখযোগ্য পারদর্শীতার পর এবার পুনরায় তারা আর্ন্তজাতিক স্তরের ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিচ্ছে। আগামী জুন মাসে জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে পুনরায় ভারতীয় ফুটবল দলে ডাক পেয়েছে এই দুজন। তবে এবারে শুধু এবার তারা নয় পাশাপাশি আশা ভবন সেন্টারের মালা সিং মুড়া,বাসন্তী কুমার, প্রিয়াঙ্কা দাস ও রানী ও ভারতীয় দলে ডাক পেয়েছে।
জাহিরা, ইত্তেশমা, মালা ও বাসন্তী কুমার ফুটবল দলে এবং প্রিয়াঙ্কা ও রানী হ্যান্ডবল দলে ডাক পেয়েছে। স্পেশাল অলিম্পিক ভারত সূত্রে খবর আগামী ১৭ জুন থেকে ২৫ জুন জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিক ওর্য়াল্ড সামার গেমসে ফুটবল, হ্যান্ডবল এবং ক্রীড়া বিভাগে বাংলা থেকে যে ২৯ জন ভারতীয় দলে ডাক পেয়েছে তার মধ্যে আশা ভবন সেন্টারের এই ৬ জন কিশোরী আছে। আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই জানান ভারতীয় দলে ডাকা পাওয়ায় এইসব কিশোরীদের পাশাপাশি আমরাও খুশী।