স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত্যু প্রাক্তন শিক্ষকের

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- স্কুলের সরস্বতী পুজোর সমাপ্তি অনূষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যূ হল স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষকের। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রানিহাটি জুজারসা রোডে গঙ্গাধরপুর কালীতলার কাছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম প্রবীর কুমার কোলে (৬৩)। বাড়ি বিকিহাকোলায়। তিনি জুজারসা পি এন হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ছিলেন। পাঁচলা থানার পুলিশ মৃতদেহটি উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।

 জানা গেছে প্রবীরবাবুব বছর ৩ আগে পি এন হাইস্কুল থেকে অবসর নিয়েছেন। স্কুলের সরস্বতী পুজো উপলক্ষ্যে কয়েকদিন ধরে অনুষ্ঠান হচ্ছে। বুধবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই যোগ দিতেই এদিন বাইকে চেপে স্কুলে যাচ্ছিলেন প্রবীরবাবু। জানা গেছে বেলা ১২টা নাগাদ গঙ্গাধরপুর কালীতলার কাছে পিছন দিক থেকে আসা একটি ইঁট বোঝাই লরি নিয়ন্ত্রন হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারলে প্রবীরবাবু রাস্তায় ছিটকে পড়েন। দূর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিকে স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষকের মৃত্যুর খবর পাওয়ার পরেই স্কুলে শোকের ছায়া নেমে আসে। স্কুলের প্রধান শিক্ষক আকতার আলী জানান প্রবীরবাবু স্কুলের পাশাপাশি পড়ুয়াদের খুব ভালোবাসতেন। সবসময় তিনি স্কুলেরউন্নয়ন এবং ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির দিকে লক্ষ্য রাখতেন। অবসর নেওয়ার পরেও প্রয়োজনে ডাকলে তিনি স্কুলে চলে আসতেন। গতকালেও এসেছিলেন। তারপর আজ এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *