কলেজের সরস্বতী প্রতিমা বির্সজনে ডিজের তান্ডব

Spread the love

নিজস্বব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বিভিন্ন উৎসবের মরসুমে ডিজে বক্স বাজানো বন্ধ নিয়ে রাস্তায় নেমেছিলেন পরিবেশকর্মীরা। আর তারপরেই প্রশাসনের উদ্যোগে উৎসবের মরসুমে ডিজে বক্স বাজানো নিয়ে কড়া পদক্ষেপ গ্রহন করেছিল পুলিশ প্রশাসন। যার জেরে উৎসবের মরসুমে ডিজের তান্ডব থেকে রক্ষা পেয়েছিল সাধারন মানুষ। যদিও সরস্বতী পুজোর বির্সজনের শোভাযাত্রায় সেই ডিজের তান্ডব আবার ফিরে এল আমতায়। আর এই ডিজের তান্ডবে মঙ্গলবার অতিষ্ঠ হয়ে উঠল আমতার সাধারন মানুষ। আর কলেজের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় তাড়স্বরে ডিজে বাজানো নিয়ে ক্ষুব্ধ সাধারন মানুষ থেকে পরিবেশকর্মীরা।

মঙ্গলবার ছিল আমতা রামসদয় কলেজের সরস্বতী প্রতিমার বির্সজনের শোভাযাত্রা। সেই উপলক্ষ্যে বিকেলে কলেজের ছাত্রছাত্রীরা কলেজ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে দামোদরে প্রতিমা বির্সজনের উদ্দ্যেশে রওনা দেয়। আর এই শোভাযাত্রাতেই তাড়স্বরে ডিজে বাজানোর অভিযোগ ওঠে কলেজের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। আর এই ডিজের তান্ডবে অতিষ্ঠ হয়ে ওঠে এলাকার মানুষ। তবে শুধু সাধারন মানুষ নয় শব্দতান্ডব থেকে বাঁচতে শোভাযাত্রায় অংশ নেওয়া একাধিক ছাত্রীকে কানে আঙুল দিতেও দেখা যায়। সরস্বতী পুজোয় কলেজে ডিজে বাজানো নিয়ে ক্ষুব্ধ পরিবেশকর্মীরা। পরিবেশকর্মী অজয় দাস জানান সমাজ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। সেক্ষেত্রে ওদের পাশাপাশি কলেজের অধ্যাপকদের আরোও বেশী সচেতন হওয়া দরকার ছিল।

তবে কলেজের সরস্বতী প্রতিমা বির্সজনের শোভাযাত্রায় কোন ডিজে বাজানো হয়নি বলে দাবি করেছেন কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রুহুল আমিন। তিনি জানান প্রতি বছরের মত এবারেও বির্সজনে ৫০টি ঢাক ও ২/৪ টি মাইকের ব্যবস্থা করা হয়েছিল। বিরোধীরা কলেজের বদনাম করার জন্য এই অপ্রপ্রচার করছে বলেও দাবি করেন রুহুল আমিন। কলেজের অধ্যক্ষ দেব কুমার মুখোপাধ্যায় জানান আমি কলেজে থাকার সময় সিসি ক্যামেরায় কলেজে ঢাক বাজিয়ে ঠাকুরকে বরণ করতে দেখিছি। তবে রাস্তায় ডিজে বক্স বাজানোর বিষয়টি আমার জানা নেই। আমি খোজঁ খবর নিয়ে দেখব।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *