স্বচ্ছ পুস্করিণী সম্মান-২০২৩
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- পরিবেশের ভারাসাম্য বজায় রাখতে নিজেদের পুকুর পরিস্কার রাখুন। সাধারন মানুষের কাছে এই আবেদন রাখার পাশাপাশি পুকুরের গুরুত্ব তুলে ধরতে এক অভিনব উদ্যেগ নিল উলুবেড়িয়ার চন্ডীপুর (পটুয়াপাড়ার) চন্ডীপুর অগ্রগামী সংঘ। তবে শুধু পুকুর পরিস্কার রাখার আবেদন নয় পুকুর পরিস্কার রাখার জন্য ৫টি পুকুরের মালিকের হাতে স্বচ্ছ পুস্করিণী সম্মান- ২০২৩ তুলে দেওয়া হল। সরস্বতী পুজোর দিন সংস্থার তরফে পুকুরের মালিকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এই অভিনব উদ্যোগ সর্ম্পকে চন্ডীপুর অগ্রগামঅ সংঘের সম্পাদক সুব্রত মাইতি জানান পরিবেশ রক্ষায় পুকুরের একটা অন্যতম ভূমিকা আছে। যদিও বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় অধিকাংশ মানুষ নোংরা আর্বজনা পুকুরে ফেলে পরিবেশ নষ্ট করছে। সেই কারণে আমরা পুকুর পরিস্কার রাখার আবেদন রেখেছিলাম।