ফেব্রয়ারি মাস থেকেই কুলিয়া সেতুর কাজ শুরু-পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাইনান- দীর্ঘদিন ধরেই মুন্ডেশ্বরী নদীর উপরে কুলিয়া সেতুর দাবি করে আসছিলেন হাওড়া জেলার দীপাঞ্চল বাসিন্দারা। অবশেষে দীপাঞ্চলের বাসিন্দাদের সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে। সুখবর আগামী ফেব্রয়ারি মাস থেকেই কুলিয়া সেতুর কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। শনিবার বিকেলে বাইনান বামনদাস উচ্চ বিদ্যালয় মাঠে আমতা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে এই ঘোষণা করেন মন্ত্রী পুলক রায়।
এদিন মন্ত্রী পুলক রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে কুলিয়া সেতুর জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি আভিযোগ করেন ৩৪ বছরের বাম রাজত্বকালে এই সেতুর শিল্যান্যাস হলেও কোন কাজ হয়নি। দীপাঞ্চলের বাসিন্দাদের চাহিদা মেনে এলাকার বিধায়ক সুকান্ত পালের তৎপরতায় ফেব্রয়ারি মাস থেকে কুলিয়া সেতুর কাজ শুরু হবে। এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।