খাল সংস্কারের দাবিতে বাগনানে পথ অবরোধ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- চাষের প্রয়োজনে কেটুয়া খাল সংস্কারের প্রয়োজন। আর সেই দাবিতে শুক্রবার দুপুরে বাগনানের নুন্টিয়া বেনাপুর রাস্তার চন্দনাপাড়ার কাছে রাস্তা অবরোধ করল কৃষকেরা। এদিন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে কৃষকেরা। প্রায় আধঘন্টা পথ অবরোধ চলার পর বাগনান থানার পুলিশ বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় কৃষকেরা।
জানা গেছে রূপনারায়ন ও দামোদরের সংযোগকারী একটি সেচ খাল হল কেটুয়া খাল। স্থানীয় সূত্রে খবর চন্দনাপাড়া সহ বেশ কযেকটি গ্রামের প্রায় ৫০০ বিঘা জমির চাষবাস এই খালের জলের উপর নির্ভরশীল। কৃষকদের অভিযোগ দীর্ঘদিন খালটি সংস্কার না করার ফলে খালে জল না আসার কারণে সমস্যয় পড়েছে কৃষকেরা। কৃষকদের মতে কমপক্ষে চন্দনাপাড়া থেকে শ্যামপুর বাগনান রোডে পেট্রল পাম্প পর্যন্ত খালটি সংস্কার করলে নদীর জল খালে প্রবেশ করলে চাষের সুবিধা হবে। এই ব্যাপারে বাগনান ২ নং ব্লকের বিডিও জয়ন্ত চট্টোপাধ্যায় জানান দীর্ঘ ১১ কিলোনিটার দীর্ঘ এই খালটি সংস্কারের জন্য সেচ দপ্তরকে বলা হয়েছে।