শ্যামপুরে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর – পকসো আইন যেহেতু জামিন অযোগ্য সেই কারণে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা কোনভাবেই যাতে জামিন না পান পুলিশকে সেই বিষয়টি দেখার জন্য বলব। বৃহস্পতিবার সকালে শ্যামপুরের গোবিন্দপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে এইভাবে তাদের আশ্বস্ত করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। এদিন সকালে মৃত ব্যক্তির বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেটা দেখার পাশাপাশি মেয়েটি যাতে কন্যাশ্রী সহ বিভিন্ন সূযোগ সুবিধা পায় সেটাও দেখা হবে। এদিন সুদেষ্ণা রায় বলেন আমি শুনেছি এই তিনজনের বিরুদ্ধে এর আগেও এলাকার অন্যান্য মেয়েদের ইভটিজিং করার অভিযোগ উঠেছে। এখানে অনেক চোলাই মদের ঠেক চলে আমি শুনেছি। আমি পুলিশ প্রশাসনকে এইসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। এদিন তিনি বলেন আমি চাই দোষীদের শাস্তি দেওয়া হোক। এবং আমার বিশ্বাস ওদের শাস্তি হবেই।
প্রসঙ্গত গত রবিবার রাতে গোবিন্দপুরে মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে এলাকার ৩ যুবকের হাতে খুন হন বাবা। ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে শ্যামপুর থানার পুলিশ কিল্টন বাগ, শান্তনু হাপড় এবং টিটন বাগকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ পকসো খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতেরা বর্তমানে পুলিশ হেফাজতে আছে।