শ্যামপুরের ঘটনায় গ্রেফতার আরোও দুই

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- শ্যামপুরে মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যুর ঘটনায় পুলিশ তিনজন অভিযুক্তকেই গ্রেফতার করল। মঙ্গলবার পুলিশ কিল্টন বাগ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। পরে রাতে অন্য এক অভিযুক্ত শান্তনু হাপড়কে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে টিটন বাগ নামে আরোও এক অভিযুক্তকে গ্রেফতার করল শ্যামপুর থানার পুলিশ। ধৃতদের বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

বুধবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ আছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শান্তনু, কিল্টনদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। এদিন মৃতার স্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন হাওড়া জেলা পরিষদের শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল। তিনিও বলেন অত্যন্ত খারাপ ঘটনা। আমরা মৃতের পরিবারের পাশে আছি। এদিন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে মৃতের পরিবারের সঙ্গেও দেখা করা হয়। মৃত ব্যক্তিকে তাদের সদস্য বলে দাবি করে বিজেপি নেতৃত্ব এবং তার স্ত্রীকে তাদের সঙ্গে থাকার আহ্বান জানায়। যদিও এ ব্যাপারে মৃতের স্ত্রীর স্পষ্ট বক্তব্য তিনি এ ব্যাপারে কোন রাজনীতি চান না। এবং তার স্বামী বিজেপি কর্মীর ছিলেন বলেও তিনি মনে করেননি।

 অন্যদিকে বুধবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের পাশাপাশি শ্যামপুরের শশাটি এলাকায় রাস্তা অবরোধ করা হয়। বেলার দিকে বাম যুব সংগঠন শ্যামপুর মোড় অবরোধ করে। বিকালে বিজেপির গ্রামীন জেলার পক্ষ থেকে শ্যামপুর মোড় থেকে শ্যামপুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। পরে শ্যামপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানে শ্যামপুর থানার ওসিকে বদলের দাবি তোলা হয়। বিক্ষোভকারীরা থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের বাধা পেয়ে থানার সামনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখায়। পরে কয়েকজন সদস্য ওসির কাছে স্মারকলিপি জমা দেন।

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *