পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ল উদয়নারায়নপুরে

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর – গত পঞ্চায়েত নির্বাচনে উদয়নারায়নপুর কেন্দ্রে একাধিক কন্যাশ্রী মেয়েদের দলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল। এবারেও এখানকার ৩০ শতাংশ আসনে নতুন প্রজন্মকে টিকিট দেওয়ার জন্য দলীয় নেতৃত্বের কাছে আবেদন করব বলে জানালেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। রবিবার উদয়নারায়নপুরের খিলা জল ট্যাঙ্কের কাছে উদয়নারায়নপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যেগে আয়োজিত ছাত্র যুব সম্মেলনে ছাত্র যুবদের এই কথা জানান বিধায়ক সমীর পাঁজা।

তবে বর্তমান রাজনীতিতে ছাত্র যুবদের ভূমিকা অপরিসীম। যদিও বর্তমানে বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের রাজনীতি করতে হয়না বলে ছাত্র যুবদের মধ্যে সেই রাজনৈতিক ক্ষিদে নেই বলে আক্ষেপ করেন বিধায়ক সমীর পাঁজা। তিনি বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা সাজিয়েছেন তাতে ছাত্র যুবরা মাথা উঁচু করে এগিয়ে যাবে। এদিন বিধায়ক সমীর পাঁজা বলেন তৃনমূল করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ,ত্যাগ, তিতিক্ষা সম্পর্কে জানতে হবে। তবে এই বিষয়ে ফাঁকি দেওয়া যাবেনা বলেও ছাত্র যুবদের সতর্ক করে দেন বিধায়ক সমীর পাঁজা। সমীর পাঁজা বলেন দলের স্লোগান না দিতে পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বললেই হবে।

এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা,আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি, উদয়নারায়নপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *