দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উদয়নারায়ণপুরে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন বিধায়ক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- রাজ্য জুড়ে চলছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সকাল থেকেই গ্রামে গ্রামে ঘুরছেন মন্ত্রী থেকে বিধায়ক এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। সাধারন মানষের কাছে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাচ্ছেন তারা। আর শনিবার সেই কর্মসূচিতে বেরিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাংলার ক্লাস নিলেন সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে এক পঙতিতে বসে মিড ডে মিলের ডিমের ঝোল ভাত কেলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।
এদিন সকালে বিধায়ক সমীর পাঁজা উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যান বিধায়ক। সেখানে উত্তর মানশ্রী গ্রামের শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি উত্তর মানশ্রী গয়ারাম উচ্চ বিদ্যালয়ে পৌঁছে যান। সেখানে বিধায়ক ছাত্রছাত্রীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প সর্ম্পকে শিক্ষক শিক্ষিকাদের কাছে খোঁজখবর নেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের নানা সমস্যার কথা শোনেন তিনি। এদিন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ১০ লক্ষ টাকা এবং এস সি/এস টি বিভাগ থেকে ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দেন বিধায়ক সমীর পাঁজা।