৫১ তম শরৎ মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. দেউলটটি- উদ্বোধন হল ৫১ তম শরৎ মেলার। মেলার এবারের থিম” এসো শরৎ সাহিত্য পড়ি, অস্থিরতা মুক্ত বিশ্ব গড়ি “- শনিবার বিকালে বাগনানের দেউলটির পানিত্রাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য, বাগনানের বিধায়ক অরুনাভ সেন,মেলার প্রধান উপদেষ্টা আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পপৌত্র জয় চট্টোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা।
এদিন বিকালে সামতাবেড় গ্রামে অমর কথাশিল্পীর বাড়িতে প্রথমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী, বিধায়ক থেকে অতিথিরা। পরে বর্নাঢ্য শোভাযাত্রা করে অতিথিরা মেলা প্রাঙ্গনে আসার পর মেলার উদ্বোধন হয়। এদিন মেলার পাশাপাশি অমর কথাশিল্পীর স্মরনে শরৎ প্রদর্শনীর ও উদ্বোধন হয়। মেলা কমিটির প্রধান উপদেষ্টা সুকান্ত পাল জানান জেলার অন্যতম ঐতিহ্যবাহী মেলা চলবে আগামী ২৮ জানুয়রি পর্যন্ত।