ট্রেন থেকে পড়ে মৃত্যু তীর্থযাত্রীর


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পুরী যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যূ গঙ্গাসাগর ফেরত এক মহিলা তীর্থযাত্রীর। মৃতার নাম মুন্নি বাঈ (৬০)। বাড়ি মধ্যপ্রদেশের কাটনি জেলায়। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিন পূর্ব রেলের ঘোড়াঘাটা ষ্টেশনে। উলুবেড়িয়া রেল পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে।


জানা গেছে গত ৮ জানুয়ারি মধ্যপ্রদেশের কাটনি জেলা থেকে একটি তীর্থযাত্রীর দল গঙ্গাসাগরের উদ্দ্যেশে রওনা দেয়। তারা বারানসী ঘুরে গঙ্গাসাগর যায়। সেখানে স্নানসেরে পুরী বেড়াতে যাওয়ার উদ্যেশে বুধবার সকালে হাওড়া ষ্টেশন থেকে খড়গপুর যাওয়ার উদ্দ্যেশে লোকাল ট্রেনে চাপে। জানা গেছে ট্রেনে করে খড়গপুর যাওয়ার সময় ঘোড়াঘাট ষ্টেশন ট্রেন দাড়ালে মুন্নি বাঈ বাথরুম করার জন্য ট্রেন থেকে নামার চেষ্টা করে। কিন্তু ততক্ষনে ট্রেন ছেড়ে দেওয়ায় তিনি চলন্ত ট্রেন থেকে নীচে পড়ে যান। দূর্ঘটনার পর রেল পুলিস আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
