দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্ত্রী পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। আর এই কর্মসূচীতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সূযোগ সুবিধা সাধারন মানুষ কুিরকম পাচ্ছে সেই সর্ম্পকে খোঁজখবর নিতে বুধবার নিজের এলাকায় বেরিয়েছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার বিধায়ক পুলক রায়।
এদিন সকালে মন্ত্রী পুলক রায় কুলগাছিয়ার চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর শিবতলা থেকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেন। এদিন মন্ত্রী এলাকায় প্রবেশ করার পরেই শঙ্খধ্বনী, উলূধ্বনীর পাশাপাশি পুস্পবৃষ্টির মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নেন বাসিন্দারা। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী পুলক রায় একদিকে যেমন এলাকায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের প্রকল্পের সূযোগ সুবিধা সাধারন মানুষ কিরকম পাচ্ছেন এসি বিষয়ে খোজঁখবর নেন সেইরকম মানুষের নানা আভিযোগ সমস্যা শোনেন এবং এলাকায় দাঁড়িয়ে দলীয় কর্মী মারফৎ বেশকিছু সমস্যার তংক্ষনাৎ সমস্যর সমাধান করেন।
এদিন মন্ত্রী এলাকায় ঘুরে দেখার পাশাপাশি বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের হাতে লজেন্স এবং কমলালেবু তুলে দেন। পরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। দুপুরে দলীয় এক কর্মীর বাড়িতে মধাহ্ন ভোজন করার পর বিকালে চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বৈঠক করেন। এদিন মন্ত্রীর এক কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার তৃণমূল সভাপতি দুলাল কর, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।