ল্যাডলো জুট মিলে কাজে যোগ দিলনা শ্রমিকরা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ হয়ে গেলে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলে। জানা গেছে বেশ কিছুদিন ধরেই মিরের শ্রমিকদের মধ্যে একটি অসন্তোষ দানা বাঁধছিল। আর তারপরেই শনিবার রাতের শিফট থেকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি রবিবার সকালের সিফটেও শ্রমিকরা কাজে যোক দেয়নি। শ্রমিকদের অভিযোগ মিল কর্তৃপক্ষ শ্রমিকের সংখ্যা কমিয়ে দিয়ে কাজের চাপ বৃদ্ধি করছে। তাদের অভিযোগ এই বিষয়ে মিল কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও তারা শ্রমিকদের কথা না শোনায় বাধ্য হয়ে শ্রমিকরা কাজ না যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে মিলের হিউম্যান রির্সোস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অতনু চক্রবর্তী জানান আমরা মিল বন্ধ করিনি। মিল চালু আছে। শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেনা। তিনি জানান বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের বোঝানো হলেও তারা তাদের দাবি থেকে সরতে নারাজ। এইভাবে চলতে থাকলে মিল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন অতনু চক্রবর্তী। প্রাক্তন বিধায়ক তথা সিআইটিইউ নেতা মোহন মন্ডল জানান মিল কর্তৃপক্ষ শ্রমিকদের উপর জোর জুলুম করছে। এর প্রতিবাদে শ্রমিকরা একযোগ হয়ে মিলের কাজ বন্ধ রেখেছে। তবে কাজ বন্ধ না রেখে আলাপ আলোচনা মাধ্যমে সমস্যা সমাধানে শ্রমিকদের এগিয়ে এসার আহবান জানিয়েছেন উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের আইএনটিটিইউসি এর সভাপতি গনেশ চক্রবর্তী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *