দিদির সুরক্ষা কবচ জমজমাট শনিবার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – দিদির সুরক্ষা কবচ কর্মসূচির চতুর্থ দিন। আর চতুর্থ দিনের কর্মসূচিতে জনসংযোগে বেরিয়ে কেউ রান্নার কাজে হাত লাগালো, আবার কেউ ক্রিকেট খেললো। কেউ আবার চাষের জমিতে নেমে জমি থেকে আলু তুললো, কেউ আবার স্কুল কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জনসংযোগ করল।

এদিন সকালে আমতা বিধানসভার অমরাগোড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে রান্নার কাজে হাত লাগালো। পাশাপাশি সকলের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের আগে নিজের হাতে পরিবেশন করল।

এদিন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা দলীয় কর্মসূচিতে বেরিয়ে নৌকায় দামোদর তীরবর্তী নদী ধস প্রবন এলাকায় গিয়ে মানুষের সমস্যা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি জমিতে নেমে আলু চাষীদের সঙ্গে জমি থেকে আলু তোলেন।

এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি দলীয় কর্মসূচিতে বেরিয়ে আমতার মেলাই চন্ডী মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেন। পরে বিকেলে আমতার মুক্তিরচকে একটি জনসভা করেন বিধায়ক ডাঃ নির্মল মাজি। এদিনের এই জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস।

এদিন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু সকালে খলিশানী কালিবাড়িতে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন। মাঝে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেন বিধায়ক। এদিনের এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *